চ্যানেল ১০০ ডেস্ক। আপডেটঃ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৭:৫১ পিএম 108 বার পড়া হয়েছে
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের শিক্ষা ব্যবস্থায় নতুন চমক তৈরি করছে নতুন প্রতিষ্ঠিত হবিগন্জ জেলা মাধবপুর উপজেলার কমলপুর হযরত শাহজালাল(র:)আলিম মাদরাসা। হবিগন্জ জেলার ৬৬ টি শিক্ষা প্রতিষ্টান দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করেন এর মাধ্যে কমলপুর হযরত শাহজালাল(র:) আলিম মাদরাসা হতে ৩০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে শতভাগ পাশ করেছে, জিপিএ ৫:০০ পেয়েছে ০৮ জন, জিপিএ ৪:০০ উর্ধ্বে ২১ ছাত্র ও একজন অন্য গ্রেড পেয়ে পাশ করেছে।এবিষয়ে মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: আনিসুর রহমান আদিল জানান ২০১৪ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা, ছাত্রদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাস টেস্ট, দুর্বল ছাত্রদের জন্য বিশেষ ফিডব্যাক ক্লাস, অভিভাবক সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাস ও সময়োপযোগী ব্যবস্থা নেওয়া হয় আমাদের প্রতিষ্ঠানে। যে কারণে বরাবরের মতোই আমরা শীর্ষ স্থান অর্জন করি। ছাত্ররাও শতভাগ আগ্রহী, নিজেদের ও আমাদের আশা পূরণে তারা সর্বদা সচেষ্ট থাকে। আগামী ২০২৫ সালে শতভাগ জিপিএ ৫.০০ পাওয়ায় প্রত্যয়ী আমরা।তাই যত জন জিপিএ ৫.০০ পাবে সবাইকে প্রতিষ্ঠানের খরচে বিমানে কক্সবাজার ভ্রমনের করার ফলে ছাত্রদের মনযোগ অনেক বৃদ্ধি আত্ববিশ্বাসী হয়ে উঠেছে। আমরা ছাত্র-ছাত্রীদের নিজের সন্তানের স্নেহ পড়ালেখা করিয়ে দ্বীনদার আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই।
এ বিষয়ে জিপিএ ৫.০০ প্রাপ্ত ছাত্র হাফেজ আব্দুল কাইয়ুম বলে আমি উক্ত মাদরায় পড়া-লেখা করে জীবন স্বার্থক হয়েছি, করোনাকালী সময় এমন ফলাফলে প্রত্যন্ত দর্গম এলাকায় হতে এমন ফলাফলা অতন্ত্য খুশি।
-আনিসুর রহমান আদিল বিএ,এমএ,ঢাবি অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা কমলপুর হযরত শাহজালাল আলিম মাদ্রাসা মাধবপুর হবিগঞ্জ
মন্তব্য