মোঃ মোকাররম হোসাইন
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি থানার কুস্ববা ইউনিয়ন বিএনপির সম্মেলন কে কেন্দ্র করে নিজ দলের মধ্য দুটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মধ্যদিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে পাঁচ বিবি উপজেলার ধুরইল বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে সম্মেলন স্থলে এ ঘটনা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃংঙ্খলা বাহিনী এসে ছত্র ভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায় পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন বিএনপির আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে আগে থেকেই পাঁচ বিবি থানা বিএনপির সাবেক সভাপতি এমএ গফুর মন্ডল মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম (রাব্বু) ও আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী সহ তাদের অনুসারীদের নিয়ে সম্মেলন স্থলে অবস্থান করছিলেন।
এসময় বর্তমান পাঁচ বিবি থানা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম সহ জেলা -উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অনুসারীদের নিয়ে সম্মেলনে উপস্থিত হলে উভয় পক্ষের কর্মী-ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম বলেন, তারা আমাদের নেতাকর্মীদের বাদ দিয়ে নিজেরা কমিটি গঠন করছেন এ কারণে আমাদের নেতাকর্মীদের নিয়ে সম্মেলনে অবস্থান করছিলাম
এ সময় তারা আমাদের ওপর হামলা চালায়।
এতে করে অন্তত আমাদের ৮/১০ আহত হয়েছে।
পাঁচবিবি থানা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম বলেন জেলা-উপজেলা বিএনপির নেতাকর্মীরদের সামনে তারাই মঞ্চ দখল করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষেও ঘটনা ঘটলে পুলিশ গিয়ে ছত্র ভঙ্গ করে দেয়।
তবে পরিস্থিতি স্বাভাবিক হলে জেলা-উপজেলা বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিতে কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে মোস্তাফিজুর রহমান ও ও সাধারণ সম্পাদক হিসাবে আব্দুল মতিনের নাম ঘোষণা করেন উপজেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ।
মন্তব্য