সোহেল খান দূর্জয় নেত্রকোনা : ‘
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নেত্রকোনায় বর্নাঢ্য সমবায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় শহরের মোক্তারপাড়াস্থ পাবলিক হলের সামনে থেকে একটি বর্নাঢ্য সমবায় র্যালী বের শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত জেলা প্রশাসক জিয়া আহম্মেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার নুরুল আমীন তালুকদার, জেলা সমবায় বিভাগের কর্মকর্তা স্বপন চন্দ্র পালসহ আরো অনেকে।
পরে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমবায় সমিতির সাথে জড়িত উপকারভোগীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি, বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর ও সমবায়ীদের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য রালি ও আলোচনা সভা। বারহাট্টা মাল্টিপারপাস কাম অডিটরিয়াম হলরুমে উপজেলা সমবায় অফিসার মোঃ আতাউর রহমানের সভাপতিত্ব ও বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম.এম. মাজহারুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও. সাইকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা লিটন চন্দ্র, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, সাংবাদিক লতিবুর রহমান খান, গোপালপুর বাজার সমিতির রমেন্দ্র নারায়ণ রনু, রায়মাধব মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মজলিম উদ্দিন, সোনাউল্লাহচর সমবায় সমিতির শাহ আল, দরুন সাহতা সমবায় সমিতির শিরিন আক্তার প্রমুখ। এছাড়াও বিভিন্ন সমবায় সমিতির উন্নয়নকর্মী, সভাপতি ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য