কুলাউড়া সংবাদদাতা:
অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে অদ্য ১৪ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ তারিখ রাত ০১.১৫ ঘটিকায় কুলাউড়া থানার এএসআই মোঃ তাজুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানাধীন ১২নং পৃথিমপাশা ইউপির অন্তর্গত শালিকা সাকিনস্থ রাজাপুর ব্রীজের নীচ হইতে রোহিঙ্গা সন্দেহে ১২ জনকে আটক করেন।

পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা বাংলাদেশী নাগরিক তাহারা অবৈধ ভাবে বিনা পাসপোর্টে ভারত হইতে বাংলাদেশে গমন করেছে। আকটকৃতরা হলেন ১. মোঃ রুবেল মিয়া(২৪), পিতা-মৃত বাবুল শেখ, সাং-পূর্ব সরালিয়া, ২. চাঁন মিয়া (৫৭), পিতা-মৃত আক্কেল আলী হাওলাদার, সাং-মধ্য বরিশাল, ৩. মোঃ আলী আকবর(৬০), পিতা-মৃত মন্তাজ উদ্দিন খান, সাং-বিশারীঘাটা, ৪. নাছিমা বেগম(৩২), পিতা-মৃত নেছার উদ্দিন শেখ, স্বামী-আব্বাস আলী, সাং-বাদুরতলা, সর্ব থানা-মোরেলগঞ্জ, ৫. ফারজানা আক্তার(১৮), পিতা-রহিম মিস্ত্রি আকন্দ, স্বামী-খায়রুল কাজী, সাং-রায়ান্দাবাজার, ৬. পুতুল বেগম(৪০), পিতা-মৃত ছত্তার হাওলাদার, স্বামী-হাবিব খান, সাং-পূর্ব খোন্তাকাটা, ৭. লাভনী আক্তার(২২), পিতা-সেলিম ফকির, স্বামী-রাজু শেখ, সাং-রাজাপুর বটতলাবাজার, সর্বথানা-শরণখোলা, সর্বজেলা-বাগেরহাট, ৮. সুহেল ফরাজি(৩০), পিতা-বারেক ফরাজি, সাং-ভিটাবাড়ীয়া, থানা-ভান্ডারিয়া, ৯. মোঃ মেহেদী হাসান শাকিব (২২), পিতা-মৃত শহিদুল ইসলাম আকন্দ, ১০. নাছিমা বেগম(৩৬), পিতা-আব্দুল আজিজ শেখ, উভয় সাং-উত্তর শিকারপুর পালপাড়া, থানা-পিরোজপুর সদর, সর্বজেলা-পিরোজপুর, ১১. তাজুল ইসলাম(২৭), পিতা-রাশিদ আলী, সাং-ধলিয়া, ১২. শামীম আহমদ(২০), পিতা-আশব আলী, সাং-সালিকা, ১২নং পৃথিমপাশা ইউপি, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য