মাধবপুর প্রতিনিধি: জালাল খান
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সোমবার (১৫ আগস্ট) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তন (স্বচ্ছতায়) জাতীয় শোক দিবসে আলোচনা সভা যুব ঋণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম নাজিম সঞ্চালনায়, সকাল ৯টায় উপজেলা পরিষদের সামনে শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে এ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ সভাপতি মোঃ ফারুক পাঠান সহ নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সহ শ্রদ্ধাঞ্জলী ও র্যালির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস উদযাপন শুরুর মধ্য দিয়ে “তুমি শোক নও শক্তি , ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ- ৪ আসনের সাংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতি মন্ত্রী এডভোকেট আলহাজ্ব মোঃ মাহবুব আলী এমপি।
বক্তব্যের শুরুতেই ১৫ই আগস্টে নিহত নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন ও বলেন, ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। শেখ হাসিনার সরকার দেশ সেবায় অত্যন্ত আন্তরিক বলে মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসার মোঃ আলাউদ্দিন, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোঃ ইশতিয়াক মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুন হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুজিব উদ্দিন তালুকদার।
এছাড়া উপজেলার সরকারি ,বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিমন্ত্রী নতুন বই তুলে দেন ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
মন্তব্য