বিশ্বজিৎ পাল: ষ্টাফ রিপোর্টার
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুরে মুক্তিযোদ্ধা চত্বরের সামনে আজ ২১ (সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকা থেকে মাধবপুর চুনারঘাটের ২৩টি চা বাগান শ্রমিকরা ১২০ টাকা থেকে দৈনিক ৩০০ টাকা মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন করে আসছে।
গতকাল মৌলভীবাজার চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল ও শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মাঝে ১৪৫ টাকা দৈনিক মজুরি নির্ধারণ-পূর্বক একটি সমঝোতার কথা বিভিন্ন মাধ্যমে জানা যায়। কিন্তু আজ মুক্তিযোদ্ধা চত্বরে মাধবপুর চুনারুঘাট লস্করপুর ভেলীর সভাপতি রবীন্দ্র গৌর ও সাধারণ সম্পাদক অনিরোধ বারাইক এক যুক্ত বিবৃতিতে সমঝোতার কথা অস্বীকার করে বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
এদিকে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল বলেন, চা শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে হবে।
নেতারা বলেন, ২০২০ সালের ডিসেম্বরে চা শ্রমিক ইউনিয়ন ও চা বাগান মালিক সংগঠন বাংলাদেশ চা সংসদ নেতাদের মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল তাতে বলা হয়েছিল দৈনিক মজুরি ১২০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হবে। চুক্তির ১৯ মাস অতিবাহিত হলেও এখনো মালিকপক্ষ মজুরি বাড়াচ্ছে না। তাই তারা আন্দোলনে নেমেছেন।
নেতৃবৃন্দ বলেন, তাদের যৌক্তিক দাবি মানা না হলে তারা ঘরে ফিরে যাবেন না।
এ ব্যাপারে বাংলাদেশীয় চা সংসদের সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা অব্যাহত আছে। এরমধ্যে কর্মবিরতি উৎপাদনে ঘাটতি হচ্ছে। তাছাড়া চা শ্রমিকরা আর্থিক ক্ষতির সম্মুখে পড়বে।
মন্তব্য