বিশেষ প্রতিবেদক : মুজাহিদ মসি
মাধবপুরে ফলন্ত ফসল নষ্টকারী দুর্বৃত্তদের উপদ্রব বেড়ে চলেছ।এক কৃষকের ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন। প্রচন্ড শীতে মানুষ যখন কাতর, নিস্তব্ধ অন্ধকার রাতে এ ধরনের ঘটনা ঘটায় বলে একাধিক সূত্র বলছে।

মাধবপুরে এক কৃষকের ৪০ শতক জায়গার ফলন্ত প্রায় ৫ শতাধিক শীতকালীন সবজি সীম গাছ গতকাল রাতের আধারে কেটে ফেলেছে দুর্ভৃত্তরা। জানা গেছে,মাধবপুর উপজেলার চৌমুহনী ইউপির হরিণখোলা গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র ভুক্তভোগী কৃষক হাবিবুর রহমান সুদের উপর টাকা নিয়ে ওই জমিতে বিনিয়োগ করেছিলে এবং তার ক্ষতির পরিমান ৩ লক্ষ টাকারও বেশি হবে।
ওই ক্ষতিগ্রস্ত কৃষক হাবিবুর Channel100 প্রতিনিধিকে বলেন, ইদানীং আমাদের এলাকায় ফসলি জমিতে দুর্বৃত্তদের আগ্রাসন বেড়েই চলেছে। যে বা যারা এ কাজ করেছে প্রমাণের অভাবে আমরা কিছু বলতে পারছিনা। আমি এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবো কিনা জানিনা।
মাধবপুরের উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন হাসান বলেন,আমরা ক্ষতিগ্রস্ত কৃষককে অজ্ঞার আসামি দিয়ে হলেও থানায় একটি জিডি করার পরামর্শ দিয়েছি এবং আমাদের পক্ষ থেকে ওই কৃষকে সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করবো।
তিনি আরো বলেন,ইতিমধ্যে সংস্লিষ্ট ইউপির ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ জাহিদুর রহমানকে বিষয়টি সরেজমিনে পরিদর্শন করার নির্দেশনা দিয়েছি।
আরও জানা গেছে ইদানিং একই ইউনিয়নের হরিণখোলা সহ পার্শ্ববর্তী গ্রাম কমলপুর, গোপীনাথপুর,মঙ্গলপুরসহ বেশকিছু গ্রামে দুর্বৃত্তের একটি চক্র রাতের আধারে ফসল বিনষ্ট ও চুরি করছে। এছাড়াও কিছু দিন আগে কমলপুর গ্রামের কৃষক খোকন, কৃষক মাসুক মিয়া,কৃষক লোকমান মিয়া ,কৃষক উসমান মিয়াসহ বেশ কয়েকজন বিপুল পরিমাণ ফসল ও সবজি হয়েছে চুরি হয়েছে।
এদিকে মাধবপুর উপজেলার দক্ষিন অঞ্চলে ফসল ধ্বংসকারী দুর্বৃত্ত ও অপরাধীদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আইনের আওতায় আনা ও কৃষি অফিসের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন এলাকার সচেতন সমাজ।
মন্তব্য