চ্যানেল ১০০ দেশ সংবাদ :
“পুরনো দিনের সব গ্লানি মুছে যাক , ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা” কবিগুরুর এ পংক্তিকে সামনে রেখে মাধবপুরে নানা আয়োজনে চলছে বর্ষবরণ। উৎসবমূখর পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ-১৪৩০।
এ নতুন বছরকে স্বাগত জানাতে সমগ্র বাঙালী জাতি আজ এক কাতারে । ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালী কাছে একমাত্র উৎসবের দিনটি । (শুক্রবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে থেকে শোভাযাত্রা টি উৎসব মুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনে এলাকার তরুণী শিশু কিশোর নারী পুরুষ এবং উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মাধবপুর মডেল প্রেসক্লাব ,সহ বিভিন্ন সংগঠনেরা নিজস্ব দেশি পোষাকে ভিন্ন ভিন্ন সাজে ব্যানার, ফেষ্টুন, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়।
পরে উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান জিসান। এবারের প্রধান আকর্ষণ ছিল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া অতীত ঐতিহ্যের ধারক এবং বাহক লাঠি খেলার আয়োজন। উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ আগত দর্শনার্থীরা অত্যন্ত আগ্রহ ঘরে এ খেলা উপভোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, মাধবপুর-চুনারুঘাট (সার্কেল) এএসপি নির্মলেন্দু চক্রবর্তী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি অফিসার মামুন আল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা মোঃ ফয়সাল চৌধুরী, যুবলীগের সভাপতি ফারুক পাঠান, ক্রীড়া ব্যক্তিত্ব সুকুমল রায়, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক মাখন চকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাস গুপ্ত প্রমূখ।
উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কায়সার আহমেদের সঞ্চালনায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান জিসান ও রাজনৈতিক সামাজিক, ব্যক্তিরাবর্গ। এ সময় শিল্পকলা একাডেমির সমন্বয়ক লিটন রায় উপস্থিত ছিলেন।
মন্তব্য