চ্যানেল ১০০ দেশ সংবাদ :
বহুল আলোচিত মোয়াজ্জিন ইরফান আলী হত্যা মামলার ০২(দুই) জন আসামী কিশোরগঞ্জ জেলা হইতে গ্রেফতার। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক সার্বিক দিক নির্দেশনায় আসামি দ্বয়কে দ্রুত গ্রেপ্তারের আওতায় আনতে সক্ষম হন।
গত ২২ এপ্রিল ঈদ-উল-ফিতরের দিনে সকাল অনুমান ১০:৩০ ঘটিকার সময় একটি পিকআপ ভ্যানে সাউন্ড বক্স সেট করে উচ্চ স্বরে গান বাজিয়ে বাদীর বাড়ীর নিকট দিয়ে যাওয়ার সময় অসুস্থ রোগী থাকায় বাদীর পিতা ভিকটিম মোঃ ইরফান আলী বিবাদীদেরকে সাউন্ড কমানোর কথা বলে।
ইহাতে বিবাদীগণ ভিকটিমের উপর ক্ষিপ্ত হইয়া দেশীয় অস্ত্র/শস্ত্র নিয়া ভিকটিম আরফান আলীকে চারদিক থেকে ঘিরিয়া এলোপাতারীভাবে মারপিট করিয়া জখম করিলে চিকিৎসাধীন অবস্থায় ১৩:৪৫ ঘটিকার সময় ভিকটিম মৃত্যু বরণ করে।পরবর্তীতে মাধবপুর থানার মামলা নং-৪২ তারিখ- ২২/০৪/২০২৩ খ্রি. ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩০২/৩০৭/১১৪/৩৪ দঃ বিঃ রুজু করা হয়।
মামলা রুজুর সাথে সাথে এজাহারনামীয় ০৪জনকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান সহ টিম মাধবপুরে একটি চৌকস আবভিযানিক দল হবিগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম), সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী এর তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানা এলাকা হইতে বিশেষ অভিযান পরিচালনা করে ইং ১২/০৫/২০২৩ তারিখ সকাল ০৮.০০ ঘটিকার সময় ঘটনায় জড়িত প্রধান ০২(দুই)জন আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ১। জয়নাল মিয়া (২৭), ২। দেলোয়ার হোসেন শুভ (১৯), উভয় পিতা সেলিম মিয়া, সাং রসুলপুর থানা: মাধবপুর, হবিগঞ্জ।গ্রেফতারকৃত আসামীদের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।
মন্তব্য