চ্যানেল ১০০ নিউজ ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট দেবী চন্দ হবিগঞ্জ এর সাথে মাধবপুর উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, সাংবাদিক, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার(১৬ আগস্ট) বিকাল ৩ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান জিসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দেবী চন্দ,হবিগঞ্জ।
মতবিনিময় সভায় পরিচয় পর্ব শেষে একে একে সবাই অত্যন্ত সাবলীল ভাবে উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মাধবপুর উপজেলা একটি সম্ভাবনাময় উপজেলা। তিনি সাধ্যমত উপজেলার উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
তবে তিন ফসলী কৃষি জমির দিকে খেয়াল রেখে এগোতে হবে যাতে করে ফসিল জমির ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিভিন্ন বিষয়ের সাথে উপজেলায় স্কুল ,কলেজের ছেলে-মেয়েদের ভবিষ্যতের শু নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান জিসান অপার সম্ভাবনার এই উপজেলার প্রতি অগ্রাধিকার ভিত্তিতে সুনজর দেওয়ার জন্য ডিসির প্রতি আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান জিসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন,উপজেলা চেয়ারম্যান, মাধবপুর – চুনারুঘাট থানার সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী, ওসি মোঃ রকিবুল ইসলাম খান, সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায় সহ মুক্তিযোদ্ধা বৃন্দ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশ গুপ্ত, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ মাধবপুর প্রেসক্লাব, মাধবপুর মডেল প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
মন্তব্য