শ্রীবাস সরকার: বিশেষ প্রতিবেদক
হবিগঞ্জের মাধবপুরে মুক্তিযোদ্ধ্দের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট তুলে দেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
১৩ আগস্ট শনিবার ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে ইস্যুকৃত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর – চুনারুঘাট (হবিগঞ্জ -৪) আসনের সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতি মন্ত্রী এডভোকেট মো: মাহবুব আলী এমপি।
মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে উপজেলার সকল সরকারি অফিসগুলোতে কোনো কাজে আসলে তাদেরকে হাতে থাকা অন্য কাজ রেখেও যাতে সময় দেওয়া সহ এবং তাদের যথাযথ মূল্যায়ণ করা হয় সে বিষয়ে বক্তব্য দেন। তিনি আরো বলেন সকল সাংবাদিকদেরও সম্মান করতে হবে, তারা আমাদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বিষয়ের সংবাদ তুলে ধরেন।
ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, কোন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের জন্য আমার চেয়ারের পাশে একটি চেয়ার সব সময় বরাদ্দ রাখব।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিক, মাধবপুর পৌরসভার মেয়র মোঃ হাবিবুর রহমান মানিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সন্তান মোঃ মজিবউদ্দীন তালুকদার ওয়াসিম সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপজেলার ৪১০ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রথম ধাপে ২০১ জন মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়।
মন্তব্য