চ্যানেল ১০০ দেশ সংবাদ:
হবিগঞ্জের মাধবপুরে “মাধবপুর মডেল প্রেসক্লাবের”-এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আজ ২৫শে জানুয়ারি বিকেলে মাধবপুর বাজারস্থ মাধবপুর মডেল প্রেসক্লাবের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
“মাধবপুর মডেল প্রেসক্লাবকে” গুরুত্বপূর্ণ পরামর্শ ও সহযোগিতা করার জন্য সভার শুরুতেই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী (এমপির) প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রস্তাব আনয়ন করা হয়।
মোহাম্মদ মাথুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবপুর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, দৈনিক কালবেলা পত্রিকার মাধবপুর প্রতিনিধি মুজাহিদ মসি। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর মডেল প্রেসক্লাবের আহ্বায়ক ও এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুর রহমান জয়, বিশ্বজিৎ পাল,দৈনিক আমাদের মাতৃভূমি, মোঃ জহির, হবিগঞ্জ জেলা প্রতিনিধি সিটিজি ক্রাইম টিভি, মোঃ রুবেল আহমেদ রুবেল, দৈনিক আলোকিত ৭১ সংবাদ, এর মাধবপুর প্রতিনিধি, লিটন রায়, দৈনিক ভোরের চেতনা মাধবপুর প্রতিনিধি, মোহাম্মদ দেলোয়ার হোসেন, রাসেল মির্জা, নিতাই রায়, চ্যানেল ১০০ এর মাধবপুর প্রতিনিধি সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এ সময়ে চ্যানেল “দৈনিক চলমান দেশ”-অনলাইন নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক ও চ্যানেল ১০০ এর সম্পাদক ও প্রকাশক আসমা আক্তার চৌধুরী মাধবপুর মডেল প্রেসক্লাবের প্রতি তার আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
মাধবপুর মডেল প্রেসক্লাবকে সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
এতে বলা হয় মাধবপুর উপজেলার সকল প্রকার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক,ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে তুলে ধরার বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়।
উপজেলায় চোরাচালান, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে মাধবপুর মডেল প্রেসক্লাবের সদস্যগণ তাদের লেখনীর মাধ্যমে সমাজকে জাগ্রত ও সচেতন করে তোলার বিষয়ে সংবাদ প্রচার করার বিষয়ে একমত পোষণ করা হয়।
পরে শুভেচ্ছা বক্তব্য ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষনা করা হয়।
মন্তব্য