চ্যানেল ১০০ ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরে জাতীয় শ্রমিক লিগ অত্যন্ত সফলতার সাথে এক অনারম্বর পূর্ণভাবে তাদের পূর্ণাঙ্গ কমিটি ও কমিটির রুপরেখা প্রকাশ করেছে।
গত ১২ (জুন) মোঃ হাবিবুর রহমান হাবিব কে আহ্বায়ক করে ১০ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে মাধবপুর উপজেলায় তাদের যাত্রা শুরু হয়।
তারই ধারাবাহিকতায় গত ১৫ (সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে হাবিবুর রহমান হাবিব কে সভাপতি ও শাহ মো: জাবেদকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
মাধবপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগ মাধবপুরে বঙ্গবন্ধুর আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রমিকদের উপর গৃহীত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কমিটি দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছে।
ইতোমধ্যে বেশ কয়েকটি ইউনিয়ন কমিটি ঘোষণা করেছে। অত্যন্ত স্বচ্ছতার সাথে ঘোষণার মধ্য দিয়ে শ্রমিক লীগের প্রতিটি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কাছে প্রশংসায় ভাসছেন সভাপতি হাবিবুর রহমান হাবিব।
তার অভিনব ও দূরদর্শী নেতৃত্বকে স্বাগত জানিয়েছে সব শ্রেণি পেশার মানুষ। দক্ষতা, সততা ও সাহসিকতার সাথে নেতাকর্মীদের এক মায়ার বন্ধনে আবদ্ধ করে দায়িত্ব পালন করে এগিয়ে যাচ্ছেন তিনি।
হাবিবুর রহমান হাবিব একজন দক্ষ সংগঠক, রাজনীতিবিদ ও উদার মনের মানুষ। জ্বলন্ত উদাহরণস্বরূপ জাতীয় শ্রমিকলীগ মাধবপুর উপজেলা শাখা কে সবার মাঝে আস্তার প্রতীক হিসেবে দাঁড় করিয়েছেন। তার যুগোপযোগী নেতৃত্বে আলোর মুখ দেখছে মাধবপুর উপজেলা জাতীয় শ্রমিক লীগ।
জাতীয় শ্রমিক লীগের মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ জাবেদ বলেন, আমাদের নেতৃত্বে শ্রমিকলীগ শ্রমিকদের আস্তার প্রতীক হিসেবে কাজ করে যাবে।
শ্রমিক নেতা ওসমান মোল্লা বলেন, সততাই আমাদের মূল শক্তি। তিনি আরো বলেন, সভাপতি হাবিবুর রহমান হাবিবের সুদক্ষ নেতৃত্বে উপজেলা শাখা শ্রমিক লীগ সাধারণ শ্রমিকদের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাবে।
মন্তব্য