চ্যানেল ১০০ দেশ সংবাদ :
হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনি ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসার এসএম জাকিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার রফিকুল নাজিম ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রনির সঞ্চালনায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনি খেলা উপলক্ষে আজ রবিবার (৩০ জুলাই) বিকাল ৩ টায় উপজেলার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান জিসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহনও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, ওসি মোঃ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহেদ খাঁন,আওয়ামীলীগ নেতা বেনু রঞ্জন রায়,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মো: এরশাদ আলী, মাধবপুর মডেল প্রেসক্লাবের আহ্বায়ক আজিজুর রহমান জয়,উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাবিবুর রহমান ছাত্রলীগ নেতা শাহিন মিয়া প্রমুখ।
বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় জগদীশ পুর চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকার গোলে গুমুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়।
এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়।
টুর্নামেন্ট শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে কাপ পুরস্কার তুলে দেন
মন্তব্য